হরিদ্বারে দেড় কেজির বেশি গাঁজা-সহ গ্রেফতার পাচারকারী

হরিদ্বার, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে বিপুল পরিমাণ গাঁজা-সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা দায়ের রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , ‘ড্রাগস ফ্রি দেবভূমি মিশন’-এর আওতায় পুলিশ নাকা চেকিং অভিযানের সময় আবাসন কলোনির কাছে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তার তল্লাশি করে পুলিশ ১ কেজি ৭৩৬ গ্রাম গাঁজা উদ্ধার করে। ধৃত ব্যক্তির নাম অক্ষয় ওরফে টাইগার। অভিযুক্ত এর আগেও একাধিকবার জেলে ছিল। পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *