মধ্যপ্রদেশের ভিন্ডে বাইক ও পিকআপ গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত্যু ৫ জনের

ভিন্ড, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও ২০ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভিন্ড-এটাওয়াহ রোডে জওহরপুরার কাছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক ও পিকআপ গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার নিহতদের আত্মীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে দুর্ঘটনাস্থলে যান ভিন্ডের পুলিশ সুপার।

এসডিএম অখিলেশ শর্মা বলেছেন, “সকাল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বেশ কয়েকজন মানুষ একটি লোডিং গাড়িতে যাচ্ছিলেন এবং ডাম্পার ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন ও প্রায় ২০ জন আহত হয়েছেন।” বিক্ষোভ প্রসঙ্গে এসডিএম জানিয়েছেন, আত্মীয় স্বজনরা আর্থিক সহায়তা দাবি করছেন। আমরা তাঁদের অবিলম্বে সাহায্য করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *