আগরতলা, ১৮ ফেব্রুয়ারী: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর সহ রান্নাঘর। ওই ঘটনা অমরপুর শান্তিপল্লী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শান্তি পল্লী এলাকার বাসিন্দা শ্রীবাস সাহার বসতঘর সহ রান্নাঘর মঙ্গলবার কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। বাড়ির মালিক শ্রীবাস সাহা কর্মসূত্রে আগরতলাতে থাকেন। শ্রীবাস সাহার বাড়িতে ভাড়াটিয়া থাকেন এক দম্পতি। এলাকাবাসীরা জানিয়েছেন, প্রতিনিয়ত রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া লেগেই থাকত। তবে কি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হত তা কেউ কিছুই জানে না। গতকাল গভীর রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। একটা সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার তীব্রতা এতটাই ছিল স্ত্রীর শাড়িতে আগুন ধরিয়ে দেয় স্ত্রী নিজেই। সেই আগুন থেকেই শ্রীবাস সাহার বসত ঘর সহ রান্নাঘরটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়।
আরও জানা গিয়েছে, আগুনের লেলিয়ান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, সহ কাগজপত্র। ওই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গিয়েছে।

