আগরতলা, ১৮ ফেব্রুয়ারী: আগামীদিনে সিপিএমের একটি আসনও থাকবে না। তাঁদের অসংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামীদিনে হারাবে। আজ দিশা বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলার বিরোধীদলের কোনও বিধায়ক উপস্থিত ছিলেন। এরই জবাবে বিরোধীদের একহাত নিলেন প্রাক্তন মুখম্যন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে রাজ্য সরকার দ্বারা বাস্তবায়িত করা হয়। এই পরিকল্পনা গুলোকে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতেই প্রতি তিন মাস অন্তর অন্তর দিশার বৈঠক করা হয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে আজ সোনার তরী গেস্ট হাউসে দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিন ওই বৈঠকে সিপিএমের কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। তাই বিরোধী দলের নেতৃত্বদের উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধী দলের নেতৃত্বদের ডাকলেও তাঁরা দিশা বৈঠকে আসেন না। আসলে তাঁরা অন্য প্রজাতির
দুনিয়া থেকে এসেছে। গত বিধানসভা নির্বাচনে ভাগ্যক্রমে কংগ্রেসের সাথে জোট হয়ে রাজ্যে কয়েকটা আসন তাঁরা পেয়েছে। তা নাহলে সিপিএম ভিন্ন প্রজাতির বিলুপ্তপায় দল হিসেবে চিহ্নিত ছিল। তাঁদের অসংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামী দিন থাকবে না বলে দাবি করেন তিনি।