৯ দফা দাবিতে গণডেপুটেশন সারা ভারত কৃষকসভার

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: জনগনের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবিতে সরব হয়েছে সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটি। এদিন যৌথ উদ্যোগে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের কাছে গনডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

এদিন চন্দন দত্ত এবং মাখন শীলের সভাপতিত্বে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ দেব, সংগঠনের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, কৃষক আন্দোলনের নেতা কামাল মিয়া আলোচনা করেন।

এদিনের সভায় নেতৃবৃন্দ বলেন, রাজ্যে গত কিছুদিন আগে অতি বন্যার ফলে ডুকলি কৃষি মহকুমা এলাকা সহ রাজ্যের কৃষকদের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এমনিতে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছেনা। এর মধ্যেই এই বিপর্যয়ের ফলে মানুষের নাজেহাল অবস্থা। এই অবস্থায় কৃষক, ক্ষেতমজুরদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে যদি রাজ্য সরকার না দাঁড়ায় তবে আগামীদিন কৃষকরা কৃষিকাজে অনিহা প্রকাশ করবে। এতে রাজ্যের এবং মানুষের মারাত্মক ক্ষতি হবে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে।

তাই সারা ভারত কৃষক সভার তরফ থেকে দাবি জানানো হয়েছে, অতি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি নিরূপণ করা, ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য মরশুমি বীজ ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য করা হোক। তাছাড়া, বীজ, প্রয়োজনীয় সার, কিটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দেওয়া, কৃষকদের বিনামূল্যে জল সেচের ব্যবস্থা করা, সমস্ত কৃষকদেরকে কৃষক সম্মাননিধি ভাতা দেওয়া, ডুকলি কৃষি মহকুমা এলাকায় সমস্ত এল আই. স্কিম এবং ডি টি ডাব্লু স্কিম গুলিকে সেচের উপযুক্ত করে চালু রাখা হোক।

পাশাপাশি, আরও দাবি জানিয়েছে, বন্যায় যে সকল জলাশয়ের ক্ষতি হয়েছে সেই মৎস চাষীদের আর্থিক
সাহায্য দিতে হবে এবং যে সকল চাষীরা সরকারী আর্থিক অনুদান পেয়েছেন, তাদের নামের তালিকা প্রকাশ করা, রাজ্যে ৬০ উর্দ্ধ কৃষক ও কৃষি শ্রমিকদের ভাতা প্রদান করা। এই দাবিগুলো নিয়ে এদিন সারা ভারত কৃষক সভার ডুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, অজয় দে, শ্রীনিবাস বনিক, পিনাক পানি সেনের ৫জনের প্রতিনিধি ডেপুটেশনে মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *