গুন্টুরে অটোয় ধাক্কা বাসের; মৃত ৩ মহিলা, আহত ৮ জন

গুন্টুর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ মহিলার। এছাড়াও ৮ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে গুন্টুরের নীরুকোন্ডা গ্রামের কাছে। মৃত মহিলারা হলেন – অরুণা, নাচারম্মা এবং সীতারাভাম্মা, সকলেই চেবরোলু মন্ডলের শুদাপল্লি গ্রামের বাসিন্দা।

পোন্নুর গ্রামীণ সার্কেল ইন্সপেক্টর কোটেশ্বর রাও বলেছেন, গুন্টুর জেলার নীরুকোন্ডা গ্রামের কাছে আরটিসি বাস ও অটোর সংঘর্ষে ৩ মহিলার মৃত্যু হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। লঙ্কার ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন মহিলারা, তাঁরা অটোয় ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *