কাইথাল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার কাইথালে খালে পড়ে গেল একটি স্কুল বাস। এই দুর্ঘটনায় অনেক পড়ুয়া আহত হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। কাইথালের কোরক থানার এসআই রমেশ চন্দ্র বলেছেন, “আমরা সকাল ৮.১৫ নাগাদ এই দুর্ঘটনার খবর পেয়েছি, একটি স্কুল বাস খালে পড়ে গিয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি, বাসের ভিতরে ৮ জন শিশু রয়েছে।”
এসআই জানিয়েছেন, “বাসের ভিতরে কন্ডাক্টর, চালক ও দুই মহিলা উপস্থিত থাকায় মোট ১২ জন যাত্রী ছিল। তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুরা সামান্য আঘাত পেয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তের পর বোঝা যাবে।”