রাস্তারমাথা থেকে কমলাসাগর পর্যন্ত সড়ক নির্মাণে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের খ্যাতনামা কন্ট্রাক্টর দেবাশীষ দাস কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন তাঁরা। সোমবার সকালে স্থানীয়রা এই বিষয়ে সরব হন এবং সংশ্লিষ্ট দপ্তরকে কাজ বন্ধ রাখার দাবি জানান।
অভিযোগে জানা গেছে, সড়ক নির্মাণে ব্যাপক কারচুপি করা হচ্ছে। কার্লভাটে ব্যবহার করা হচ্ছে অর্ধ-ভগ্ন ইট। স্থানীয় বাসিন্দারা জানান, এইভাবে নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তার মান অত্যন্ত খারাপ হবে এবং অল্প দিনেই রাস্তা ভেঙে যেতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা অবিলম্বে এই কাজের তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, তাঁদের এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই তাঁরা দৈনন্দিন কাজকর্মের জন্য যাতায়াত করেন। কিন্তু রাস্তার নির্মাণে এই ধরনের দুর্নীতি হলে তাঁদের দুর্ভোগের শেষ থাকবে না। তাই তাঁরা কাজ বন্ধ করে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।