নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে জয়ের পর এখনও সরকার গঠন করতে পারেনি বিজেপি। মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা হয়নি। এমতাবস্থায় বিজেপির তীব্র সমালোচনা করলেন এএপি নেতা গোপাল রাই। তাঁর কথায়, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণের দিকে এগিয়ে যাওয়া উচিত। যমুনা নদী পরিষ্কার করার বিষয়ে গোপাল রাই বলেছেন, “এত বড় নির্বাচন হল দিল্লিতে। যদি লেফটেন্যান্ট গভর্নরকে সবকিছু করতে হয়, তাহলে তাঁদের রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ছিল। জনগণ সরকারকে নির্বাচিত করেছে। মুখ্যমন্ত্রী ও সরকার তাঁদের দায়িত্ব পালন করবে।”
গোপাল রাই আরও বলেছেন, “এই নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের আকস্মিক তৎপরতার পিছনে বিজেপির কোন শক্তি গোষ্ঠী সক্রিয় তা কেবল তারাই বলতে পারবেন। কিন্তু এটা সরকারের দায়িত্ব, দিল্লির মানুষ তাদের নির্বাচিত করেছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণের দিকে এগিয়ে যাওয়া উচিত।”