মাশরুম চাষে দৃষ্টান্ত দ্বারিকা পুরের বাবুল দাস

কল্যাণপুর, ১৭ ফেব্রুয়ারী: বর্তমান সমাজ ব্যবস্থায় অর্থনীতির চাকাকে সচল রাখার প্রয়োজনে বিকল্প অর্থনৈতিক কাজগুলো বরাবর বিশেষ মর্যাদায় আসীন থাকে। অস্বীকার করার উপায় নেই, এই সমস্ত বিভিন্ন অর্থনৈতিক কাজগুলো সমাজকে নূতন করে পথ দেখায়, আর যারা এই সমস্ত কাজগুলোকে প্রকৃত অর্থে সফলতায় পরিণত করে তারা সমাজের চোখে দৃষ্টান্ত। এইরকমই একজন দৃষ্টান্ত কারী মাশরুম চাষি হলেন কল্যাণপুর এর দ্বারিকা পুর গ্রামের বাবুল দাস।

সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বাবুল বাবু নিজ বসতঘরে দীর্ঘদিন ধরেই মাশরুম চাষ করে চলেছেন। কথাপ্রসঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদকের সাথে মতবিনিময় করতে গিয়ে সফল মাশরুম চাষী বাবুল দাস দাবি করেছেন তিনি আগামী দিনে এই মাশরুম চাষকে আরো বিকশিত করতে চান। তবে এক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে ,যেগুলো নিরসনের জন্য শ্রী দাস প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। বাবুল বাবু দাবি করেছেন প্রশাসন যদি ওনাকে জল দেওয়ার মেশিনের ব্যবস্থা করে দেন তাহলে হয়তো আগামী দিনে নিজের এই মাশরুম চাষকে আরো বেশি করে বিকশিত করতে পারবেন, যদিও এখন নিজ উদ্যোগে অন্যান্য কাজের পাশাপাশি যেভাবে সফলতার সাথে মাশরুম চাষে দাড়িকা পুরের বাবুল দাস দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তা দেখে সমাজের অন্যান্যদের অনুপ্রাণিত হওয়া যে উচিত, তা কিন্তু কোন ভাবেই অস্বীকার করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *