আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধা হয়ে মহিলা গুরুতর আহত হয়েছে এক মহিলা। ওই ঘটনায় টাউন প্রতাপগড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় মহিলার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে বলে জানান দমকলকর্মী।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে টাউন প্রতাপগড় এলাকায় আগুন লাগার খবর আসে।সাথে সাথে দমকলবাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পরিবারের সদস্যরা। কিন্তু আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছে গৌরী দাস (৫৪)। সাথে সাথে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে।