মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এর দল শুক্রবার রাতে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭.১৪ কেজি সোনা-সহ তিন বিদেশি নাগরিককে হেফাজতে নিয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ৬.২৮ কোটি টাকা।
ডিআরআই সূত্রে জানা গেছে, তাঁরা গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। শুক্রবার রাতে ডিআরআই এর দল ইরানের তিন সন্দেহভাজন নাগরিককে তল্লাশি করে। তখনই সোনার বার উদ্ধার হয়। ওই তিন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
—————