সুখবর শোনালেন পরমব্রত ও পিয়া, সন্তান আসছে তাঁদের ঘরে

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): সুখবর শোনালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গায়িকা পিয়া চক্রবর্তী। সন্তান আসছে তাঁদের ঘরে। পরমব্রতের স্ত্রী গায়িকা-সমাজকর্মী পিয়া চক্রবর্তী অন্তঃসত্ত্বা। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে পোস্ট করে জানিয়েছেন দু’জনেই। শনিবার এই খুশির খবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সূত্রের খবর, পিয়া এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের জুনেই ভূমিষ্ঠ হতে পারে একরত্তি। পরমব্রত ও পিয়া সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার বহু শিল্পীও। যদিও পরমব্রতের স্ত্রী পিয়া যে অন্তঃসত্ত্বা, সেই গুঞ্জন ছিল টলিউডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *