নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শনিবার জম্মু সফরে যাচ্ছেন। এই সফরের সময় তিনি কাটরার মাতৃকা অডিটোরিয়ামে এসএমভিডিইউ ক্যাম্পাসে শ্রী মাতা বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করবেন। পাশাপাশি পুজো দেবেন মাতা বৈষ্ণো দেবী মন্দিরেও।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মূলত গত বছরের ২৭ ডিসেম্বর সমাবর্তনের জন্য এসএমভিডিইউ ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে তাঁর সফর পুনঃনির্ধারিত করা হয়েছে। তাই শনিবার জম্মুতে সফরে আসছেন উপ-রাষ্ট্রপতি।