চণ্ডীগড়, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্জাব পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সীমান্তবর্তী অমৃতসর জেলার ঘরিন্দা থানা এলাকায় ৩০ কেজি হেরোইন উদ্ধার করেছে। জানা গেছে, পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল ওই হেরোইন। পঞ্জাব পুলিশের মহানির্দেশক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই বছরে এখনও পর্যন্ত এটি সবচেয়ে বেশি পরিমাণে মাদক উদ্ধার।
পুলিশের মহানির্দেশক গৌরব যাদব জানিয়েছেন, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই হেরোইন পাঠানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে। একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে এই চক্রে। তদন্ত শুরু করেছে পুলিশ।