নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তুমুল হট্টগোল। লোকসভা এবং রাজ্যসভায় তুমুল হট্টগোল ওয়াকফ বিল নিয়ে। জানা গেছে, বৃহস্পতিবার জেপিসি রিপোর্ট সংসদে পেশ হতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা। তাঁদের বক্তব্য বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ বিরোধী সাংসদদের। যদিও
কোনও বেনিয়ম কিছু হয়নি, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, দাবি সরকারপক্ষের। এদিন দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।