নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
মদের দোকান বন্ধের দাবিতে অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন দিলেন পূর্ব তিলথৈ এলাকার মহিলারা।
ঘটনার বিবরণী প্রকাশ, তিলথৈ বাজারে একটি মদের দোকান রয়েছে। আর আশেপাশেই রয়েছে মন্দির এবং বাচ্চাদের স্কুল। এ দোকানের ফলে এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াইন শপের সামনে দিয়ে বিদ্যালয়ে নিয়ে যেতে হচ্ছে। ফলে বিভিন্ন সময় অপ্রস্তুত পরিস্থিতির সৃষ্টি হতে হচ্ছে অভিভাবকদের। এলাকায় রয়েছে মন্দিরও। এই মদের দোকানের জন্য এলাকায় সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকার মহিলাদের। এরই পরিপ্রেক্ষিতে বারকয়েক তারা এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেও কাজের কাজ কিছুই হয়নি। অতিরিক্ত জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করে মদের দোকানটিকে সেখান থেকে তুলে নেওয়ার আবেদন জানান। অতিরিক্ত জেলাশাসক উক্ত বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।