আগরতলা, ১১ ফেব্রুয়ারী : স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে টিএসইউ। অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।
তাঁদের দাবিগুলি হল, গত বছরে বৃত্তি বিলম্বিত প্রাপ্তির কারণে অনেক শিক্ষার্থী এই বছরের বৃত্তির জন্য আবেদনপত্র পূরণ করতে পারেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ছাত্রদের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি জানায় তারা। পাশাপাশি, রাজ্য জুড়ে সমস্ত এসটি হোস্টেলে হোস্টেল সুপারিনটেনডেন্ট এবং নাইট গার্ড পদে নিয়োগ করতে হবে। তাছাড়া, বর্তমান বোর্ডিং হাউসে থাকা ছাত্র ছাত্রীদের ভাতা হিসেবে ৮০ টাকা সহায়তা প্রদান করা হয় যা ৮০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করতে হবে।
তাই আজ বাধ্য দিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর স্কলারশিপ প্রদানের ব্যবস্হা করা হোক। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।