কলম্বো, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই সিরিজটিকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবেই দেখছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ওয়ানডে দল : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো,আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক),পাথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা, মোহাম্মদ শিরাজ, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দুনিথ ভেল্লালাগে।