আগরতলা, ১১ ফেব্রুয়ারি : স্ত্রীকে খুন করে থানায় ছুটে আসেন স্বামী। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আমতলী থানার অন্তর্গত উত্তমভক্ত চৌমুহনি বিক্রমনগরে নৃশংসভাবে খুন হয়েছেন স্বপ্না দাস (৫৮)। স্বামী শ্যামল দাস তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এর জের ধরে শ্যামল দাস লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করে। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।