গান্ডেরবাল, ৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে ভয়াবহ আগুন লাগল প্রধান বাজারে। শনিবার সন্ধ্যায় ওই বাজারে আগুন লাগে, সারারাত ধরেই আগুন জ্বলতে থাকে। পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, সোনামার্গের প্রধান বাজারের একটি হোটেলে প্রথমে আগুন লাগে, সেই আগুন মুহূর্তের মধ্যেই অন্যত্র ছড়িয়ে পড়ে।
সোনামার্গের প্রধান বাজারে অগ্নিকাণ্ডের বিষয়ে রবিবার সকালে জেলা প্রশাসক যতীন কিশোর বলেছেন, “আমাদের রাজস্ব এবং ফায়ার সার্ভিস টিম এখানে রয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত দোকানগুলি মূল্যায়ন করেছি এবং আমরা আজই রিপোর্টটি পাঠাব, যাতে দোকানের মালিকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। আমরা এমন একটি এলাকা চিহ্নিত করেছি যেখানে ফায়ার সার্ভিস স্থাপন করা যেতে পারে।”