রামঠাকুর সংঘের ৫৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : শহরের বনেদী ক্লাব রামঠাকুর সংঘ তাদের ৫৯তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ১৯শে জানুয়ারি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করবে তারা। যার মধ্যে রয়েছে আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা।

ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ই জানুয়ারি রয়েছে রক্তদান শিবির। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে ওই রক্তদান শিবির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রবিবার ক্লাবঘরে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগে ১২০ জনের মতো প্রতিযোগী প্রতিযোগীনি অংশগ্রহণ করেন। আজকের এই বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *