আগরতলা, ৯ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে রাজধানীর বটতলা বাজার থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকদের নাম সহদেব দেবনাথ, অঙ্কিত দেব এবং সুমন ঘোষ।
পুলিশ সূত্রে জানা গেছে, এই তিন যুবক দীর্ঘদিন ধরে বটতলা হাওড়া মার্কেটের সামনে নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বটতলা ফাঁড়ি ও পশ্চিম আগরতলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ তাদের হাতেনাতে ধরে।
পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা।