পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণ সোমবার, নতুন আঙ্গিকে রয়েছে আকর্ষণও

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): আবারও ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা। সোমবার, ১০ ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের পরীক্ষা পে চর্চায় বাড়তি আকর্ষণ হিসাবে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও বক্সার মেরি কম প্রমুখ।

সোমবার বেলা এগারোটা নাগাদ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতো এবারও পরীক্ষাকে কী ভাবে দেখা উচিত, পরীক্ষার সময় পড়ুয়া এবং অভিভাবকদের কী কী করা উচিত, সে বিষয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে হবে অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে আকর্ষণ থাকছে, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *