নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ ফেব্রুয়ারি:
নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করে কৈলাসহর মহিলা থানার পুলিশ। অপহরণকাণ্ডে এক যুবককে গ্রেফতার করেছে কৈলাসহর থানার পুলিশ।
এব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী সংবাদমাধ্যমকে জানান, কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার এলাকার এক নাবালিকাকে গতকাল কৈলাসহর পাখিরবাদা এলাকার বাসিন্দা সুবেল আলী নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। গতকাল ওই নাবালিকার পরিবার সুবেল আলীর বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ মূলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে মামলাটির নম্বর হলো ২/২০২৫। পাশাপাশি অভিযুক্ত সুবেল আলীকে তার নিজঘর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে গতকাল রাত্রিবেলা। অন্যদিকে সেই নাবালিকাটিকে উদ্ধার করে মহিলা থানার পুলিশ সুবেল আলীর নিজ ঘর থেকে। কৈলাসহর মহিলা থানার পুলিশ সুবেল আলীর বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। শুক্রবার দুপুর বেলা সুবেল আলীকে কৈলাসহর মহিলা থানার পুলিশ কৈলাসহর জেলা দায়রা আদালতে সোপর্দ করে।