নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি:
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বিজেপি জয়ী হয়ে সরকার গঠন করবে। এবছর দলের ফলাফল ভালোভাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এরাজের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন এক্সিটপোল দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সম্পর্কে নিশ্চিত করেছে। এবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় কেউ রুখতে পারবে না বলেও অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

