স্ত্রীকে ও মেয়েকে নিয়ে ভোট দিলেন কৈলাশ, বিজেপির জয় নিয়ে আশাবাদী প্রাক্তন এএপি নেতা

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বিজেপি নেতা কৈলাশ গেহলট। দিল্লিতে এবারের নির্বাচনে বিজেপির জয় নিয়ে আশাপ্রকাশ করেছেন প্রাক্তন এই এএপি নেতা। বুধবার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভোট দিয়েছেন কৈলাশ গেহলট। তিনি বিজওয়াসান আসনের বিজেপি প্রার্থী।

কৈলাশ গেহলট বলেছেন, “এখানে ভোট দিতে আসা সমস্ত বাসিন্দারা বলেছেন, এবার আমরা পরিবর্তন চাই এবং আমরা বিকশিত দিল্লির জন্য ভোট দিচ্ছি। ভোটাররা মনে করেন, এখানে ব্যবস্থা ভাল এবং কারও কোনও অসুবিধা হচ্ছে না।”