আগরতলা, ৪ ফেব্রুয়ারী : চুরি যাওয়া বাইক সহ দুইজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে বটতলা ফাঁড়ির পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১ জানুয়ারি বটতলা এলাকা থেকে কান্তি দাসের বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে বাইকের মালিক মামলা দায়ের করেছিলেন। তাছাড়া, শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমে কমল দে নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির মূলে চুরিকান্ডে জড়িত আরও একজন চোরকে গ্রেফতার করা হয়েছে। কমল দের কাছ থেকে তিনটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।