অরুণাচলের তাওয়াঙে বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রী খান্ডুর

তাওয়াং, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তবর্তী তাওয়াং জেলার অন্তর্গত বোংখার সার্কলে বেশ কয়েক কোটি টাকার একাধিক অবকাঠামো প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

নিজের গৃহজেলায় চারদিনের সফরকালে মুখ্যমন্ত্রী খান্ডু যে সব প্রকল্প উদ্বোধন করেছেন সেগুলির মধ্যে অন্যতম প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে সংযোগ, জনসাধারণের সুযোগ-সুবিধা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সুবিধাবলি, একটি নতুন পরিদর্শন বাংলো, মাল্টিপারপাস হল, স্থানীয় সম্প্রদায়ের সমাবেশস্থল প্ৰভৃতি।

এছাড়া স্থানীয় যুবাদের ক্ৰীড়া ও আধুনিক বিনোদনের সুবিধা প্রদান করতে একটি মিনি স্টেডিয়াম এবং সাধারণ মাঠ সহ বনলেং থেকে ডুমরি গ্রাম এবং এর হেলিপ্যাডকে পিএমজিএসওয়াই সড়কের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়কও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী।

কেবল তা-ই নয়, খারুং গ্রাম এবং টংপাশেং-এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী খান্ডু। প্ৰস্তাবিত এই সংযোগটি বোংখার সার্কলের বেশ কয়েকটি প্রত্যন্ত জনপদকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্ত এলাকাকে বিকশিত করতে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে নানা অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে অর্থানুদান করছে। এই প্রকল্পগুলিকে স্পর্শকাতর সীমান্ত অঞ্চলে জীবনযাত্রার মান এবং সংযোগের উন্নতি ক্ষেত্ৰে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *