পিএম সূর্য ঘর মুফত বিজলির যোজনার সুবিধাভোগীদের বিরল সম্মান

আগরতলা, ৩১ জানুয়ারি : ভারত সরকারের নবায়ন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের আমন্ত্রণ এবং ব্যবস্থাপনায় পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনায় রাজ্যের ৮ জন সুবিধাভোগী গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে নয়াদিল্লিতে কর্তব্যপথে বিশেষ অতিথি রূপে অংশ নিয়েছেন। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসেই রাষ্ট্রপতি ভবনে এট হোম অনুষ্ঠানে এ রাজ্যের পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় সুবিধাভোগী অজয় ভুষন পালকে আমন্ত্রণ জানিয়ে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়েছে।

কর্তব্য পথের অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধুমাত্র অসম, মনিপুর এবং ত্রিপুরা এই বিরল সম্মান পেয়েছে। এই অনুষ্ঠানে গোটা দেশ থেকে মোট ৪১৮ জন সূর্য ঘর সুবিধাভোগী অংশ নিয়েছেন। সুবিধাভোগীদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নোডাল অফিসার তথা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ডিজিএম সুজাতা সরকারও। উল্লেখ্য এখন পর্যন্ত গোটা রাজ্যে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনায় প্রায় ১২ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন।