দিল্লিতে সমন্বয়ের সরকার দরকার, সংঘর্ষের নয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বিধানসভা ভোটের খুব বেশি দিন আর বাকি নেই, আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা নির্বাচন। শুক্রবার দিল্লির দ্বারকায় একটি নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় তিনি বলেছেন, “এখন দিল্লির জনতা সবাই মিলে বলছে ‘আবকি বার মোদী সরকার’…দিল্লিতে এখন ডবল ইঞ্জিনের সরকার দরকার। এখানকার মানুষ অন্য দলকে সেবা করার সুযোগ দিয়েছে, এবার আমাকে একটা সুযোগ দিন ডাবল ইঞ্জিন সরকার গঠনের।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আপনারা আমাকে অনেকবার দেশ সেবা করার সুযোগ দিয়েছেন। এখন, আমি আপনাদের অনুরোধ করছি আমাকে দিল্লিতে কাজ করার সুযোগ দিন। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, দিল্লির উন্নয়নে কোনও খামতি রাখবো না।” প্রধানমন্ত্রীর কথায়, “দিল্লিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের একটি ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। আপনারা বহু বছর ধরে কংগ্রেসকে ক্ষমতায় দেখেছেন, এবং তারপর এএপি দিল্লি দখল করেছে। আপনারা আমাকে বারবার দেশ সেবা করার সুযোগ দিয়েছেন এবং এখন একটি ডাবল ইঞ্জিন সরকার গঠন করে আমাকে দিল্লির সেবা করার সুযোগ দিন। বিজেপি দিল্লিকে কতটা আধুনিক করতে চায়, তার এক ঝলক দেখা যাবে এখানে দ্বারকায়।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, দিল্লিতে সমন্বয়ের সরকার দরকার, সংঘর্ষের নয়।