নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): নতুন দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত হল ৭৬তম সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে পৌঁছে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উন্মোচন করেন। রাষ্ট্রপতিকে অভিবাদন জানানো হয়। বায়ুসেনার পক্ষ থেকে কর্তব্যপথে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হয়।
এবারের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কর্তব্যপথের এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। দেশীয় বাদ্য যন্ত্রের মাধ্যমে তিনশো জন শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যে দিয়ে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়। ভারতীয় তিন সেনাবাহিনীর শক্তি প্রদর্শিত হয় কুচকাওয়াজে। ব্রহ্মস ক্ষেপনাস্ত্র, পিনাক মাল্টি লঞ্চার রকেট সিস্টেম, বিএম-২১ অগ্নিবান সহ একাধিক অস্ত্র প্রদর্শিত হয়।
একাধিক মন্ত্রকের ট্যাবলো উপস্থিত ছিল এই কুচকাওয়াজে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ট্যাবলো এই বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেয়। বিমান বাহিনীর যুদ্ধ বিমান ফ্লাই পাস্টেও অংশ নেয়। প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধানরা। সেখান থেকে কর্তব্যপথে পৌঁছন প্রধানমন্ত্রী।

