নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডুডলের মাধ্যমে গুগলের অভিনব ভাবনা। এই বছর প্রজাতন্ত্র দিবসে গুগলের ভাবনায় ভারতীয় জীববৈচিত্র্য।
এদিনের ডুডলে স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রাণীরা। বিভিন্ন প্রাণীরা ভারতের আঞ্চলিক ঐতিহ্যের প্রতীক, এই ভাবনাই তুলে ধরা হয়েছে এই ডুডলের মাধ্যমে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ডুডলটি তৈরি করেছেন পুণের শিল্পী রোহন দাহোত্র।

