আগরতলা, ২৪ জানুয়ারি: রাজ্য সরকারে নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে কচ্ছপ মাংস বিক্রি করা হচ্ছে। গতকাল রাতে চড়িলাম বন দপ্তরের কর্মীদের হাতে আটক কচ্ছপের মাংস সহ এক ব্যাক্তি।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশালগড় জাঙ্গালিয়াস্থিত বন দফতরে খবর আসে মধুপুর থানার অন্তর্গত আনন্দ চৌমুহনীতে কচ্ছপের মাংস বিক্রি করা হচ্ছে। সেই খবর পেয়ে বিশালগড় ও চড়িলামের বনকর্মীরা যৌথভাবে সেখানে ছুটে গিয়েছে। সঞ্জীব দেববর্মার দোকানে অভিযান চালিয়ে কচ্ছপ মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে তার কর্মচারী দূরন্ত দেববর্মাকে আটক করা হয়েছে।