তুলাশিখরে পাঁচ বায়োভিলেজের পথ চলা শুরু

আগরতলা, ২৪ জানুয়ারি: তুলাশিখর ব্লকের অন্তর্গত শীতের স্মৃতি কমিউনিটি হলে আজ বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে পথচলা শুরু হয়েছে পঞ্চ বায়োভিলেজ ২.০ প্রকল্প। রাজ্যের বায়োটেকনোলজি দপ্তরের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যে দেশের নীতি আয়োগ দ্বারা সমাদ্রিত।

এদিন অনুষ্ঠানে মন্ত্রী দপ্তরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই পর্যন্ত দপ্তর কর্তৃক বাস্তবায়িত ২১ টি বায়ভিলেজ প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে। অনুষ্ঠানে ৩১৮ জন সুবিধাভোগীর হাতে ১২৭২ টি এলইডি বাল্ব, ৩১৮ টি করে স্টেট লাইট, ৪৭ টি ব্যাটারি চালিত ১৬ লিটার স্পেয়ার সহ ৩৩০ লিটার জৈব তরল সার বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, খোয়াই জেলার তুলাশিখর ব্লকের অন্তর্গত পূর্ব বেহালাবাড়ি, বিদ্যাবিল, পশ্চিম রাজনগর, পশ্চিম চাম্পা ছেড়া এবং পূর্ব তাকছায়া গ্রামগুলো কয়েক মাস আগেও অনেকের অজানা ছিল। বায়োটেকনোলজি দপ্তরের বায়োবিলেজ ২.০ প্রকল্প বাস্তবায়নের ফলে এই পাঁচটি গ্রাম আজ শিরোনামে। প্রত্যেকটি গ্রামই জনজাতি অধ্যুষিত এবং কিছু কিছু ক্ষেত্রে উড়িয়া সম্প্রদায়ের বাস। কথা হচ্ছিলো বায়োটেকনোলজি দপ্তরের জয়েন্ট ডাইরেক্ট অঞ্জন সেনগুপ্ত সাথে যার মাথায় প্রথম এই অভিনব চিন্তা এসেছিল এবং যার সফল বাস্তবায়ন এবং স্বীকৃতি আজ জাতীয় স্তরে। তিনি বলছিলেন এই প্রকল্প লেখার সময়ে কখনো ভাবেন নি যে এটি আজ এক মহিরুহ এর আকার নেবে। গত ২০১৮ সালে প্রথম বায়োভিলেজ ২.০- এর আর্থিক সহায়তা করেছিলো ওনজিসি ত্রিপুরা। দেশের প্রথম একসাথে পাঁচটি জনজাতি বায়োভিলেজ ২.০- উদ্বোধনের তুলাশিখরে নতুন নজির তৈরী হল।

এবিষয়ে সেনগুপ্ত জানান, বর্তমানে ত্রিপুরাতে ২৬টি বায়োভিলেকে কাজ বাস্তবায়িত হয়েছে l কথা হচ্ছিলো পশ্চিম চাম্পাছেড়া গ্রামের এক জনজাতি রমনির সাথে নাম তার অবলা দেববর্মা। তিনি এই পাঁচ গ্রামের মোট ৩১৮ জন সুবিধাভোগীর একজন। যিনি বায়োভিলেজ ২.০ প্রকল্পে নিজের পছন্দ অনুসারে বিদ্যুৎ সাশ্রয়ী থেকে শুরু করে শূকর ছানা, শূকর প্রতি পালনের জন্য প্রয়োজনীয় রেশন সামগ্রী, সৌরশক্তি চালিত পাম, হাঁসের ছানা ইত্যাদি বায়োটেকনোলজি দপ্তর কর্তৃক বাস্তবায়িত বায়োভিলেজ ২.০ প্রকল্প থেকে পাবেন। এরমধ্যে প্রথম চারটি উপাদান ইতিমধ্যে ঘরে তোলা হয়েছে।

ঠিক একই রকমভাবে পাঁচটি গ্রামের নির্বাচিত বাকি ৩১৭ জন সুবিধাভোগী ও পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী শুরু করে কেউবা ছাগলছানা সাথে হাসের ছানা, প্রাণী খাদ্য , মাশরুম, মাছের পোনা আবার কেউবা বিদ্যুৎ সাশ্রয়ী সাথে বায়োগ্যাস ,সৌর চালিত চুল্লি, মৌমাছি পালনের উপাদান, মুরগির ছানা ইত্যাদি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *