আগরতলা, ২৪ জানুয়ারি: সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই শিশু সহ পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করে সাব্রুম থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ এর ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। আজ সকালে সাব্রুম থানায় খবর আসে সাব্রুমের প্রত্যন্ত উপজাতি জনপদ মাগরুম এডিসি ভিলেজ এলাকায় কাঁটাতারের বেড়া পেরিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে একই পরিবারের ৫ সদস্য। তাদেরকে আটক করা হয়েছে।
সাব্রুমের মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে সাব্রুমের প্রত্যন্ত উপজাতি জনপদ মাগরুম এডিসি ভিলেজ এলাকায় কাঁটা তারের বেড়া দিয়ে বাংলাদেশীরা ত্রিপুরায় প্রবেশ করবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চালিয়েছে।
তিনি আরও জানিয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতায় মাগরুম এডিসি ভিলেজ এলাকা থেকে এই পাঁচ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটক করে সাব্রুম থানায় নিয়ে আসে। আটককৃত বাংলাদেশিরা হলেন সনাতন মিশ্র দে (৩৫), তন্নি দে (২৫), নারায়নী দে (৫৭) এছাড়াও তাদের সাথে সাড়ে তিন বছর ও আড়াই বছরের দুই কন্যা সন্তানও রয়েছে। তাদের সকলের বাড়ি বাংলাদেশের রাঙ্গামাটিতে।