আগরতলা, ২৪ জানুয়ারি: মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দিরের বিপরীতে আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে অগ্নিসংযোগ ঘটে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে পথচলতি মানুষ মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দিরের বিপরীতে আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে আগুন লাগার দৃশ্য দেখতে পান। সাথে সাথে তাঁরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা আসলেও অনেক সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারণ, যে সংস্থা কন্ট্রোল বক্স বসিয়েছে সেই কোম্পানির কর্মীরা আসার পর আগুন নেভানো হয়েছে। এদিকে, ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিদ্যুৎ কর্মীরা। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে, বড়সড় অগ্নিকান্ড থেকে অল্পে রক্ষা পেয়েছে গোটা এলাকা এমনটাই অভিমত এলাকাবাসীর।