গ্রামের রাস্তা ব্যবহার করা নিয়ে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা, থানায় অভিযোগ

কুমারঘাট, ২৪ জানুয়ারি : গ্রামের রাস্তা ব্যবহার করা নিয়ে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। দু-পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে বিষয়টি গড়ালো থানা পর্যন্ত। প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি উভয়ের। ঘটনা ফটিকরায় থানাধীন সায়দারপাড় এলাকায়।

গ্রামের সরকারী রাস্তা ব্যবহার করা নিয়ে মারমুখী ঝামেলায় জড়ালো একই পরিবারের দুই ভাই। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন সায়দারপাড় এলাকায়। এলাকার বাসিন্দা নিখিল দেবনাথ অভিযোগ করেন এলাকায় জনৈক বিকাশ দাসের পুকুর খননের কাজ করছেন সজল দেবনাথ। আর গাড়ি করে সেই পুকুরের মাটি সরকারী রাস্তা ব্যবহার করে অন্যত্র নিয়ে ফেলতে গেলে তাদের বাঁধা দিচ্ছে তারই আরেকভাই নারায়ন দেবনাথ। এমনকি কাজ করতে গেলে তাদের উপর আক্রমনাত্মক হয়ে উঠার অভিযোগ তোলেন নিখিল দেবনাথ।

তিনি জানান এই বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে ফটিকরায় থানায়। পুলিশ গিয়ে ঝামেলার মীমাংশা করলেও অবস্থা তথৈবচ। এদিকে নিখিল দেবনাথের উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছেন নারায়ন দেবনাথ। তিনি দাবী করেন, সরকারী রাস্তা ব্যবহার করা নিয়ে কোন আপত্তি নেই তাদের। তিনি এও জানান গাড়ী দিয়ে মাটি আনা-নেওয়ার ফলে খারাপ হচ্ছে রাস্তা। ফলে সেই রাস্তায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন নারায়ন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *