ফের গাঁজা ধ্বংসে সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ

আগরতলা, ২৩ জানুয়ারি : বিপুল সংখ্যক গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ। সাথে ছিল টিএসআর বাহিনী। এই অভিযানে আনুমানিক ১৫০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

আজ সকাল ৬ টায় সোনামুড়ার যাত্রাপুর থানাধীন মনাই পাথর ভিলেজের উত্তরাংশে একটি গাঁজা বাগান ধ্বংস করেছে পুলিশ এবং টিএসআর মিলে ২৫ জনের একটি বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছে, মনাই পাথর ভিলেজের উত্তরাংশের জঙ্গলের ভেতরে দিকে গাঁজা চাষের বেশ কয়েকটি প্লট ছিল। গোপন খবরের ভিত্তিতে আজ সকাল ৬ টা নাগাদ অভিযান চালানো হয় এবং আনুমানিক ১৫০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।