নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের জলগাঁওয়ে রেল দুর্ঘটনায় বুধবার রাতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা স্টেশনের কাছে বুধবার এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। নিহত এবং আহতরা প্রত্যেকেই পুষ্পক এক্সপ্রেসের যাত্রী।