খোয়াই, ১৮ জানুয়ারি: পুলিশ সপ্তাহ উপলক্ষে এনসিসির উদ্যোগে লংতরাই ভ্যালির অন্যান্য থানা সহ ছৈলেংটা থানা এবং খোয়াই থানায় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। শনিবার দুই ঘন্টার জন্য থানার দায়িত্ব দেওয়া হয় স্কুল পড়ুয়াদের হাতে। এই অভিনব উদ্যোগে থানার কাজকর্ম কিভাবে পরিচালিত হয়, তা হাতে কলমে শিখেছে ছাত্রছাত্রীরা।
খোয়াই থানায় আজকের এই উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের ডিআইজি সঞ্জয় রায় এবং পুলিশ সুপার রমেশ যাদবসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে উৎসাহিত করেছেন তারা। অন্যদিকে ছৈলেংটা থানাতেও পুলিশের উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই ঘটনা ছৈলেংটা থানা ও খোয়াই থানাধীন এলাকাগুলিতে স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ছোটবেলা থেকেই যুবকদের মধ্যে আইন ও শৃঙ্খলা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা জরুরি।
তাছাড়া,পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার কল্যাণপুর থানায় ডি আই জি সঞ্জয় রায় এর উপস্থিতিতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্কুলের ছাত্র ছাত্রীদের কিছুক্ষনের জন্য থানা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
স্মরঞ্জয় উচ্চ বিদ্যালয় এবং কুঞ্জবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এতে অংশ নেয়। এর উদ্দেশ্য একটাই যে হাতে কলমে ছাত্র ছাত্রীদের আইন বিষয়ে বিভিন্ন বিষয়ে ধারনা দেওয়া। কিছুক্ষনের জন্য একজন ছাত্র এবং একজন ছাত্রীকে ওসি এবং থানার সেকেন্ড অফিসার এর চেয়ারেও বসানো হয়। আইন শৃঙ্খলা কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়েও তাদের বিস্তৃত জানানো হয়।
তেমনি, পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষ্যে কমলপুর থানাতেও ছাত্র ছাত্রীদের নিয়ে ডেমো কর্মসূচি পালন করা হয়েছে। কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর এবং কমলপুর পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মার উদ্যোগে কমলপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে নারী নির্যাতন, দাঙ্গা হাঙ্গামা, ট্রাফিক আইন বিষয় নিয়ে ডেমো কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে থানার ডেমো ওসি, দারোগা, পুলিশ বানিয়ে নারী নির্যাতনের শিকার আসামীদের গ্রেফতার করা, দাঙ্গা হাঙ্গামার দুষ্কৃতকারীদের গ্রেফতার করা, ট্রাফিক আইন ভঙ্গের দায়ে কিভাবে সরকারি মাশুল আদায় করা, বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতার করা ইত্যাদি প্রদর্শন করা। এর উদ্দেশ্যে হলো যেসব ছাত্র ছাত্রীরা ডেমো পুলিশ অফিসার ও পুলিশ কর্মী হয়ে ডেমো কর্মসূচি দেখিয়েছেন তারা যেন এবিষয় গুলি নিয়ে বিদ্যালয়ের এবং যে যে পাড়ায় বা গ্রামে থাকে প্রচার করা।