আগরতলা, ১৮ জানুয়ারি : আজ, মেয়র দীপক মজুমদার রাজধানীর বর্ডার কালিকাপুর স্থিত হরিজন কলোনীর বাসিন্দাদের সাথে মিলে নিজের জন্মদিন পালন করেছেন। এই উপলক্ষে সাংবাদিকদের সামনে তিনি জানান, এই এলাকায় অবস্থিত কামাখ্যা মন্দিরটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তিনি মন্দিরটি পুনঃনির্মাণের আশ্বাস দিয়েছেন।
এছাড়াও, মেয়র এলাকাটি পরিদর্শন করে জনগণের সাথে কথা বলেছেন। তিনি ড্রেন নির্মাণ, রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দিয়েছেন।