“আরএসএস নিষিদ্ধ করুন, মোহন ভাগবতকে গ্রেপ্তার করুন”, সরব যুব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি:
আরএসএস নিষিদ্ধ করুন, মোহন ভাগবতকে গ্রেপ্তার করুন। আরএসএস প্রধান মোহন ভাগবতের স্বাধীনতা সংগ্রামীদের অপমানের বিরুদ্ধে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিবের উপস্থিতিতে প্রদেশ যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সি ডাব্লিউ সি সদস্য , বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিনের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব বলেন, “মোহন ভাগবত বলছেন দেশ এখন স্বাধীন হয়েছে। এই কথার অর্থ গত ৭০ বছর ধরে তিনি পরাধীন ছিলেন। তিনি গুলাম ছিলেন। এই কথার মাধ্যমে তিনি সকল ভারতবাসীকে অপমান করেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *