নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): ইসরোর স্পেডেক্স ডকিং মিশনে মিলল বড়সড় সাফল্য। বৃহস্পতিবার সকালে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, স্পেসক্রাফ্ট ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। চতুর্থ দেশ হিসেবে সফলভাবে স্পেস ডকিং-এ সাফল্য পেল ভারত।
এই সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ইসরোতে আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন। এটি ভবিষ্যতে ভারতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” ইসরোর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও।