আগরতলা, ১৬ জানুয়ারি: অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী দুই নাবালিকাকে আটক করে বিএসএফ। সাথে এক ভারতীয় টাউটকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর সাহাপুর এলাকায় বিএসএফ দুই বাংলাদেশী নাবালিকে আটক করে। একজন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। ধৃত ভারতীয় টাউট সোনামুড়া থানাধীন দুর্গাপুর গ্রামের বাসিন্দা রাজিকুল। দুই বাংলাদেশী নাবালিকা হলেন, কামরাঙ্গা চরের আব্দুল্লাহ সরকারের মেয়ে শান্তা ইসলাম( ১৫), সনজিতা আক্তার (১৯)।পরবর্তী সময়ে তাদেরকে আটক করে সোনামুড়া থানা প্রেরণ করে।
অন্যদিকে গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ কমলনগর ঘাটিগর এলাকা থেকে দুজন ভারতীয় টাউট এবং একজন বাংলাদেশীকে আটক করে। আজকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনী চাদরের মতন দেওয়া হলেও কি করে বাংলাদেশীরা এই রাজ্যে প্রবেশ করে। সীমান্তের যদি এই ধরনের অবস্থা থাকে বাংলাদেশ থেকে জঙ্গিরা এ রাজ্যে প্রবেশ করতে কোন দ্বিধা বোধ করবে না।