নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, দিল্লি-এনসিআর অঞ্চলের বিভিন্ন অংশে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বুধবারই অতি ঘন কুয়াশা আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি। কুয়াশার কারণে রেল ও উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে।
শীতেও কাঁপছে রাজধানী দিল্লি। বুধবার সকালে দিল্লিতে তাপমাত্রার পারদ নামল ৬ ডিগ্রি সেলসিয়াসে। আইএমডি জানিয়েছে, সকাল ৮.৩০ মিনিট নাগাদ সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কিছু দিন মোটামুটি এমনই কুয়াশা ও ঠান্ডা থাকবে দিল্লিতে।