আগরতলা, ৯ জানুয়ারি: জোরপূর্বক বাড়ি দখল করে মক্ষিরাণীর আসর চালানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন শাসক দলের কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী।
প্রসঙ্গত, মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইন-কাউন্সিলর রাজধানীর ডুকলি লোটাস ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা সুমিত্রা সরকারের বাড়িটি জোর পূর্বক দখল করে নেয় এবং সেখানে মক্ষী-রানীর আসর চালাচ্ছে বলে অভিযোগ খোদ বাড়ির মালিক। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন উদয় ভাস্কর চক্রবর্তী।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী বলেন, সুমিত্রা সরকার একজন ভারসাম্যহীন মহিলা। ওই এলাকায় খোঁজ নিয়ে জানা গিয়েছে তিনি মানসিক রোগে আক্রান্ত ওই মহিলা। সুমিত্রা সরকারের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তার বিরুদ্ধে ওই মহিলা মিথ্যে অভিযোগ তুলেছেন।