নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বুধবার এএপি-র সমালোচনা করে শিবরাজ সিং চৌহান বলেছেন, “ভণ্ডামি এবং নাটক এএপি-র ডিএনএ-তে রয়েছে। তারা আগেও নাটক করেছিল, যে তাদের ঘরের দরকার নেই আর এখন ঘরের জন্য মারামারি করছে। জনতা এই নাটক খুব ভালো বোঝে। এএপি-এর আসল মুখোশ উন্মোচিত হয়েছে।”
2025-01-08