নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টি সর্বদা প্রতিশ্রুতি পূরণ করে। ফের একবার দাবি করলেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, “কোনও কিছু ঘোষণা করতে একটু বিলম্ব হলেও, একবার ঘোষণা হলেই আমরা করে থাকি। কথায় আছে, ‘রঘুকুল রিত সদা চালি আয়, প্রাণ যায়ে পর বচন না যায়।’ আমরা যা বলব, তাই করব, নির্বাচনের পর তা বাস্তবায়ন করব।”
কেজরিওয়াল আরও বলেছেন, স্বাস্থ্য বিপ্লব শুরু হয়েছে এবং দিল্লিতে বিদ্যুৎ সেক্টরে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে, যা সমগ্র দেশের জন্য একটি উদাহরণ স্থাপন করছে। আমাদের পথ দেখানোর জন্য আমরা সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই। এখন, সনাতন ধর্মের জন্য যে কাজটি করা হচ্ছে তা স্মরণীয়। যারা ২৪ ঘণ্টা কাজ করে, যেমন পুরোহিত ও সাধু, যারা মানুষ এবং ঈশ্বরের মধ্যে সেতু হিসাবে কাজ করে, আমাদের তাদের সেবা করার সুযোগ দেওয়া হয়েছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এবং আমি বিশ্বাস করি যে আম আদমি পার্টি ধন্য যে ঈশ্বর আমাদের এই কাজের জন্য বেছে নিয়েছেন”