আগরতলা, ৮ জানুয়ারি: জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা৷ মঙ্গল কামনায় পূজা দিলেন লক্ষ্মী নারায়ণ বাড়ি ও মেলারমাঠস্থিত কালী মন্দিরে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন৷ এদিকে, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্মদিন উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলীয় কর্মকর্তারা। আজ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দলের নেতা ও সমর্থকরা নানা ধরনের কার্যকলাপের আয়োজন করেছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরার পরিশ্রমী মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি৷ তিনি তার নম্র ও পরিশ্রমী প্রকৃতির জন্য ত্রিপুরার জনগণের কাছে নিজেকে প্রিয় করেছেন। রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নে তাঁর মনোযোগের ফলে দারুণ ফল হয়েছে। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের প্রার্থনা করছি৷ তাছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরার অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি তাঁর প্রতিশ্রুতি রাজ্যের উন্নয়নের জন্য মোদীর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের প্রার্থনা করছি। তাছাড়া, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর মঙ্গল কামনা করেছেন৷
অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজ্যের জনগণের প্রতি আপনার অকৃত্রিম অবদান সকলকে অনুপ্রাণিত করবে৷ সংখ্যালঘু বিষয়ক এবং সংসদীয় বিষয়ক মন্ত্রক মন্ত্রী কিরেণ রিজিজুও মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর মঙ্গল কামনা করেছেন৷
এছাড়া, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সহ অন্যান্যরা মানিক সাহাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
তাছাড়া, সাংসদ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভ কামনা করেছেন। তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতন লাল নাথ, অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে আজ রক্তদান উৎসব পালিত হয়েছে। আগরতলা জিবি হাসপাতাল ব্লাড ব্যাংকে ৭০ জনের উপরে স্বেচ্ছায় রক্তদান অংশ গ্রহণ করেন। এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্য যুব মোর্চার কার্যকর্তারা।
এদিকে, মুখ্যমন্ত্রীর জন্মদিনে ১৩ প্রতাপগড় কিষাণ মোর্চার উদ্যোগে স্বচ্ছভারত অভিযান কর্মসূচী পালন করা হয়। মহাশক্তি ক্লাব সংলগ্ন কালী মন্দিরে পুজো ও সাফাই অভিযান পালিত হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি স্বপ্না দাস সহ অন্যান্য কার্যকর্তারা।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার জন্মদিন উপলক্ষ্যে বুধবার আগরতলা গভঃ নার্সিং কলেজ অডিটরিয়ামে স্বাস্থ্য দপ্তরের কর্মচারী বৃন্দের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন শিবিরের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার কনক চৌধুরী। এই রক্তদান শিবিরে নার্সিং পড়ুয়া থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে কর্মরত বিভিন্ন কর্মীরাও রক্তদান করেছেন।
এদিকে, মুখ্যমন্ত্রীর জন্মদিনকে ঘিরে বড়দোয়ালী এলাকা জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এলাকার বিভিন্ন মন্দিরে মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বড়দোয়ালী এলাকার ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে ওয়ার্ড অফিসে এলাকার জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি লক্ষীনারায়ণ বাড়ির সামনে বসে থাকা দুস্থদের মধ্যে কম্বল বিতরণও করেন তিনি।